পঙ্গু আইন (২৬২১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০৯-২০২৪ ইং
=====================
আইন না থাকলে দেশটা পঙ্গু
সমাজ যে তার অঙ্গ,
আইন মত সমাজ না চললে
পুরা মানবিকতা ভঙ্গ।

মান সম্মানের নিরাপত্তা নেই
শুধু সতত বেইজ্জতি,
মুরব্বিদের মান সম্মান গেলে
কলঙ্কমুক্ত এই জাতি।

ছোট্ট শিশুরা অধিক সাহসেই
স্যারদের ইজ্জত মারছে,
ক্ষমতার অপব্যবহার করে
চাকুরীটা তার কাড়ছে।

আইনের সঠিক প্রয়োগ হলে
দূর্নীতি সন্ত্রাসী কমতো,
স্বাধীন ভাবে মতামত দিয়ে
স্বাধীন ভাবেই চলতো।

মুর্খরা ওদের সু-বিবেকটাকে
শুধু শুধু দেয় জলাঞ্জলি,
তাইতো ওরা মুরব্বিদেরকে
দেয় কিল ঘুষি আর গালি।