পিঠ ঠেকে গেছে(২৫২৭তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-০৬-২০২৪ ইং
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
যে শাসকের আদর্শ নেইরে
নেই কোন ভালোবাসা,
মেধা মননে দু,হাতের দহনে
করিনা ভালোর আশা।
লুটেপুটে খায় তবুও বলেছে
পেটটা রয়েছে খালি,
মাথা ঠিক নাই দুপুর রোদ্দুরে
দিচ্ছে তিনটায় হালি।
শাসকদলের টিকে থাকা ভার
ক্ষমতা স্থায়িত্ব যেথা নয়,
মান-সম্মানের জন্য জনগন
সন্ত্রাস মস্তানদের করে ভয়।
দেয়াল যে পিঠ ঠেঁকে গিয়েছে
মানুষ উঠলো ফুঁসে জ্বলে,
জুলুমবাজরা পিছু হঠে যাবে
ওই আইনের যাঁতাকলে।
ইচ্ছে মত আর কয়দিন চলবে
সেই রাম রাজাত্বের যুগ,
দেশের মা,মেয়েরা সকলে মিলে
লাগাও ওদের গায়ে হুক।
এবার মোদের দেশে সত্যিকারের
নির্ভয়ে আসুক স্বাধীনতা,
বলুক সবাই সৎ সাহসের শক্তিতে
সবার অধিকারের কথা।