পাড়ার দুষ্টু ছেলে (২৫৭১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪--০৭-২০২৪
===================
পাড়ায় ছিলো এক দুষ্ট ছেলে
হাত পেতে করতো বায়না,
সকাল সন্ধায় একটি রুটিছাড়া
সে আর তো কিছু চায় না।
ছেলেটা ভালো দেখতে কালো
পেশাই ছিলো যে বায়না,
তাকে দমক দিয়ে কিছু বললে
করতো শুধু যে কান্না।
পিতামাতা যদি বকতো তাকে
ঘরের খাওয়া ছাড়তো,
আমার কাছে এসে করুন সুরে
কত কান্নাকাটি করতো।
ছেলেটার দুষ্টমির কথা একটু বলি
আনলে খাবার জিনিস,
সে গোপনে সব লুকানো খাবার
খেয়ে করতো ফিনিস।
যদি কেহ এই ছেলেটারে জ্বালাতো
হাতে যাহা পেতো ছুড়তো,
রেগে মেঘে সে কান্নাকাটি করে
সারাদিন এভাবে চলতো।
সে হেথায় সেথায় হররোজ কিছু
অশান্তির কাজ করতো,
তবুও আচরণ তার এত যে ভালো
এলাকার সবাই বলতো।