পানির অপর নাম মরণ (২৬০০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০৮-২০২৪ ইং
================
ফেনীর পানি কি অবস্থা
নোয়াখালী বেগতি,
কারা হবেন ভান বাসিদের
সাহায্যের এক সাথী।
ভানবাসিদের কেমন কাটছে
দেখেন যদি দু,চোখে,
চোখের পানি বেড়িয়ে আসবে
গড়িয়ে পড়বে মুখে।
কেহ উঠছে গাছের মাথায়
কেউবা টিনের চালে,
ছাদের উপরেও পানি ভর্তি
নৌকার প্রয়োজন বলে।
বাঁচার তাগিদে ছোটাছুটি
আত্ম চিৎকার করছে,
কোথায় যাবে আশ্রায় নেই?
গাছের ডাল ধরছে।
হায়!শিশু বৃদ্ধের কি অবস্থা
একটু ভেবে চিনতে দেখুন,
পানির কাছে জীবন অসহায়
এখান থেকেই শিখুন।