পালটে গেছে (২৭৭৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-০২-২০২৫ ইং
=======================
পালটেছে আজ পড়ার ধরণ
পালটেছে চলার পথ,
গাড়ী দেখলে মানুষ হয় খোড়া
ভাবনা চলবে ওরা রথ।
পালটেছে আজ সোনার গহনা
মন পালটে গেছে বেশ,
কানের দুল আজ হয়েছে বড়,
ছোট হয়েছে নারীর কেশ।
খেলার মাঠে খেলোয়ার নেই
ফোনের খেলায় মাতে,
কাগজ কলমে চিঠি লিখে না
মোবাইল সবার ই হাতে।
খবরের কাগজ কেউ পরে না
পদ্ধতি পুরাণ হয়েছে খুব,
সকল খবরের চ্যানেল গুলো
সদা দেখবেন ফেইজবুক।
বাংলা এখন গাও গ্রামের ভাষা
সতত ইংতেজিতেই সব,
চাকুরী এখন সোনার হরিন যে
চাকুরী হয়ে গেছে যব।
মানুষত্ব আর জীবিত নেই যে
টাকায় এখন কথা বলে,
মানুষ এখন অমানুষ হয়েছে
হাহ পালটে যাবার ফলে।