পাগলের সুখ মনে মনে(২৬৫৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-১০-২০২৪ ইং তা

পাগলের প্রলাপ কেউ শুনেনা
কারণ সে যা তা বলছে,
পথেঘাটে সে একাকী একাকী
মনের আনন্দে হাসছে।
পাগলের মুখে শোভা পায়  না
মানুষের গুনাবলী বলা,
যার তার বিরুদ্ধে প্রকাশ করেন
সে জাতীয় সমালোচনা।
অধীনকে যে পরাধীন করলেন
বহুদিন যুদ্ধ সংগ্রাম করে,
তাহাকে আজ পদদলিত করে
মানসম্মান দেয় না তারে।
সত্য আজ সত্য বলতে চায় না
মিথ্যার উপর দেয় জোর,
স্বাধীন দেশে নতুন স্বাধীনকে
বানায় কানার যুগের গোর।
সেই স্বাধীন নাকি ভুলের থলে
নতুন স্বাধীন সোনার থলে,
নতুন যুগের মেধাবিরা আজ
আনন্দে মনের বুক ফুলে।