পাখীর পরকিয়া (২৩১২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-১১-২০২৩ ইং
**************************
মানুষের বাস আকাশের নিচে
প্রভুর সর্বশ্রেষ্ঠ মহাসৃষ্টি,
আঠের হাজার মাখলুকাতেও
পাখ-পাখালি ধরার কৃষ্টি।
ভাবি আপুর মত সব পাখিরা
ধরায় নেচে খেলে বেড়ায়,
মানুষের মত ওরা ভালোবাসে
চোখের সম্মুখটা এড়ায়।
মানুষ ইচ্ছের বসে পরকিয়াতে
ভালোবাসায় থাকে ন্যাস্ত,
পাখ-পাখালি ভাবীদের মতন
প্রেম পরকিয়ায় থাকে ব্যস্ত।
সংসারে আমরা যেমন লক্ষকরি
ভাবী আপুদের গতিবিধি,
লক্ষ্য করি না পাখির পরকিয়া
দেদারসে করছে নীরোবধি।
মানুষের মত বিচ্ছেদ বেদনাও
পাখির মধ্যে অহরহ ঘটে,
যাহার সুনির্দিষ্ট একটি কারণ
পাখির প্রেম পিরিতি বটে।