ছড়া :- পাখির বিয়ে (২৬০৮ তম)
এম,এ, সালাম (সুর ও ছন্দের কবি)
০১-০৯-২০২৪ ইং
=================
বৃষ্টি তো আর কমছে না
টিয়ে পাখির বিয়ে,
মেঘলা রোদে সাজে পাখি
পেয়ারা পাতা দিয়ে।

ঠোঁটে দিলো লাল পালিশ
পায়ে দিলো নুপুর,
বিয়ের পিরিতে বসবে টিয়ে
আগামী কাল দুপুর।

নৌকা নিয়ে রেডি আছে
কোলার কোলা ব্যঙ,
বউ আনিতে গিয়ে শালিক
ভাংলো চিকন ঠ্যাং।

মৌ মাছির মধুর গুঞ্জনে
বিয়ের ফুল ফুটলো,
সানাই বাজায় কানামাছি
প্রজাপতি ছুটলো।

ওই চেয়ে দেখ কনের গলে
লাল সুতার মালা,
তাই না দেখে বর বাবুর যে
উঠলো জ্বালাপালা।

মনের আশা পুরণ হয়নি
বরের কালো মুখ,
ঝিমায় কনে পেয়ারা ডালে
ভেঙে গেলো সুখ।