পাগলের প্রলাপ (২৩৭৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-০১-২০২৪ ইং
=======================
পাগলের প্রলাপ চলছে স্ব-পক্ষের দলের মুখে
কানা ছেলের নাম পদ্মলোচন শুনি মুখে মুখে।
যাহার চারটা হাতপা নেই সে মারে লাথিঘুষি
নামি দামির গলাবাজি বন্ধ,চিবায় শুকনা ভুষি।
হায়হুতাশ নেই চোখ মুখে দেখলেই কষ্ট পাই
হাসির মাঝে মজে আছে,কোন চিন্তার চাপ নাই।
লুলা ছেলে বলছে হেসে,দৌড়ে জিতবো আমি
আমার মত এই অঞ্চলে কে আছে নামি দামী?
ওই পাগলের প্রলাপ শুনে খিলখিলিয়ে হাসি
ছাপিয়ে পড়া শুকনো ডাঙায় জলের পরে ভাসি।
বিকেকবান মানুষের দল কি বলে কয়ে বেড়ায়?
পাগলের দল ওই সব কিছু উপহাস করে এড়ায়।
আমি কবি নীরবে ভাবি ওই বিবেকবান সচেতন
তাই তারা বিলিয়ে দিয়েছে তাদের বিশাল মন।
পাগলামি যদি না থাকে কথায় কেন পাগল বলে?
তাইতো বলছি ওদের আসলে পাগল উপধি চলে।
দু,য়ে দু,য়ে চার হয় ওরা শুদ্ধিকরনে বলছে পাঁচ
ডাঙার ভিতরে আর পাবে না মামু বাড়ির মাছ।