অযুহাতের সুত্রধরে (২৩২৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-১১-২০২৩ ইং
====================
আসবেনা ওরা এই চানকোডে
তাই অযুহাত খুঁজছে,
এই মুহুর্তে সাধারন জনগন
তোদের কৌশল বুঝছে।
ওরা শুধু অযুহাত খুঁজে চলছে
আইনের ফাঁক ফোকরে,
ওরা কেমন করে এড়িয়ে যাবে
সীমাহীন গন্ডির চাদরে।
ওরা অযুহাত খুঁজে তিন মৌসুম
এমন ভাবেই দূরে থাকে,
বিদেশ নেতা যে ব্যবসা বানিজ্য
করতেছে ফাঁকে ফাঁকে।
সুবিধাবাধিরা সুবিধা খুঁজিতেছে
অর্থবাধিরা খুঁজে অর্থ,
কেহ আবার পদ পদবী নিয়ে
নিজের স্বার্থ চরিতার্থ।
অর্থ বিনিয়োগ লোভিষ্ঠ নিয়োগ
কাজে আসলো না কিছু,
সাধারণ যারা পক্ষে নিয়েছিলো
এখন তাদের নেই পিছু।
কয়দিন পরে কেউ থাকবে না
থাকবে না বিদেশিরা,
তখন ওদের অবস্থান কোথায়?
তখন হইবে দিশেহারা।