অভিজ্ঞ জালেম (২৪৬০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-০৩-২০২৪ ইংতাং
=====================
সমাজে জুলুম যারা করে নাকি
তারা এই সমাজের জালেম,
কৌশলে ফন্দি আঁটে মাথাখাটে
আবার দেশের বড় আলেম।

ওই বেহেস্তে যাবে আলেম নাকি
জাহান্নামেও যাবে আলেম,
বড় লোকের পাচশত বছর আগে
ভিক্ষুক জান্নাতের কামেল।

হবে কি জালেমের যুলুমের বিচার
এই সুন্দর পৃথিবীর মাঝে?
যদিওদের মনে ভয়ভীতি থাকিতো
কেমনে জুলুমের কাজ সাজে।

যদি ধরায় জুলুম করে পাড় পায়রে
মজলুমের কি উপয় যে হবে?
তবে মজলুমের মনে আত্মবিশ্বাস
আশায় ভরসা জাগবে কবে?

যারা জুলুম করে কেড়ে নেয় অর্থ
তাদের বিরুদ্ধে আইন ব্যার্থ,
যাকাত ফিতরা না দিয়ে মুসলমান
পেলেনে চড়ে যাও ওই তীর্থ।

ক্ষমতার দাপটে কেহ কয় না কথা
মান সম্মান নিয়ে টানাটানি,
কেহ যদি তাদের বিরুদ্ধে মুখ খুলে
মান-ইজ্জতর নিয়ে হানাহানি।

ধরায় জালেমের যদি বিচার না হয়
জুলুমে মজলুমে ছড়াবে দেশ,
মজলুম জনতার কোথায় ঠিকানা?
মজলুমের কাঁদনে নাভিশ্বাস।