অভাগীর ঘর (২৫০৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-০৫-২০২৪ ইং
=====================
দু:স্থের ঘরে জানালা ভাঙ্গা, কপাটে নাই খিল
বাতাস এসে ধাক্কা মেরে দরজার ভাঙল খিল,
ফুটা চাল দিয়ে পানি পরে বিদ্যুৎ চমকায় মেঘে
চটের বিছানায় পানি পড়ে ভিজে বৃষ্টির তেজে।
টোকানো ধান বস্তা ভরা ভাল রোদের নেই মিল
ধানের ক্ষেতে শিয়ালের ডাক,দুয়ারে দেয় খিল।
ঢেউয়ে যখন ঠেলা দেয় ঝড়ঝাপটায় নড়ে দিল
ধনী লোকেরা চিন্তা করে গরীবের ঘরের ফীল।
গগনে যখন ধেয়া ডাকে অম্বুদের রঙটা হয় নীল
গরীবের মুখখানি কালো হাসি নেই অনাবিল।
ধেয়া ঘন হয়ে অঝোরে বৃষ্টি নেমে হয় কৃষ্ণতিল
দু:স্থের নদীতে সুন্দরের জন্য উড়েনা গাঙচিল।
গরীবের ঘর ভাংগা ভেবে এগিয়ে আসেনা কেহ
ভোগের নেশায় কুড়ে কুড়ে সুন্দরী মেয়ের দেহ।