অতৃপ্তি মারাত্মক (২৭০৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-১২-২০২৪ ইং
=====================
তর্জন, গর্জন, হুমকি ও দামকি
ক্ষমতা টিকে না বেশিদিন,
মূল্যবান এই দেহটার শক্তি সমার্থ
বিধাতার নিয়মেই বিলিন।
দূর্বল মনে নানাবিদ টেনশন আনে
অতিরিক্ত মাত্রায় হয়তো তুঙ্গে,
সব আছে তবুও বলি কিছুই নেই
চালাকচতুর মনটা চলে জঙ্গে।
স্বপ্নের জগতে যারা বেশী হাতরায়
তৃষ্ণার যন্ত্রনায় তত কাতরায়,
বিপদে পরিলে সঙ্গী পাওয়া দূষ্কর
কষ্টের নোনাজলে একাই সাঁতরায়।
আনন্দের কীর্তনে কত অন্তর ভাঙ্গে!
বেদনার সুর বাজে মায়ের গাঙ্গে,
মহাবিপদ সংকেত মৃত্যুর দুয়ারে পা
নিদান কালে কেউ নেই তার সঙ্গে।
বুকের মাঝে যত ব্যথা করে চিনচিন
কষ্টের স্রোতেরা অশান্ত বাধাহীন,
দিনের পর দিন বেড়ে চলছে বহু ঋণ
হুতাশের ঘ্যারাকলে কষ্টের দিন।