অস্থির মনোভাব - ২ (২৩৭৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০১-২০২৪ ইং
*************************
আজকাল তোমার সকল কিছু
জানলে দেখলে মায়া লাগে,
তবু চেষ্টা করি এড়িয়ে যেতে
তারপরেও মনের কেন জাগে?
কি করে যাই আসল ভুলে?
দাঁড়াই এসে দরজা খুলে,
জানি তুমি এসে দাঁড়াবেই
আমার মনের দোলনা দুলে।
সারা নিশি জেগে তোমার সাথে
ভোরের আকাশ দেখে মায়া,
অদ্ভুত এসব কেমনে ভুলিবো
ভালোবাসায় জড়িয়ে কায়া।
তোমার সব কিছুকে চিনতে পাই
তাই তোমায় ভালোবেসে যাই,
ভোরের রোদ্দুর জাগলে মনে
কেন সব কিছু হারিয়ে যাই?
হঠাৎ আমার বারান্দায় রোদ্দুর
যখন খুশিতে ঊঁকি ঝুঁকি মারে,
মন-প্রান খুল্র আহবান করি
তুমি আসো আমার নব্ দ্বারে।
তুমি মনের পর্দায় ঝলমল করো
তখন মনে পড়ে কতো কথা,
আহবান ছাড়াও আমার রোদ্দুরে
তুমি তখন এসে দাও দেখা।