অস্থির মনোভাব -১ (২৩৭৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০১-২০২৪ ইং
====================
আজ নানান চিন্তা ভর করে
বাসা বাঁধছে মনে মনে,
ডেউক তুলে কাঁদে ক্ষনে ক্ষনে
দেখাইবা কোন জনে?
ভালোভাবে ঘুমাইতে পারেনি
হয়তো কিছু ছিল বাকি,
আজগুবি যত স্বপ্ন দেখেছি
তব সবই ছিলো ফাঁকি।
ঘুম না আসার কারণ ছিলো
ঘুমপাড়ানী আসেনি তাই,
তুমি আসবে বলে অস্থিরতা
মন তোমার অপেক্ষায়।
গতকাল ঘুম না আসার সঠিক
কারণ খুঁজে পাই নাই,
কেন যেন রাত জাগা পাখিরা
ছিলো তার পাহারাই।
তুমি আবার যদি আসো ফিরে
আমার এই মনের ঘরে,
সাধ্যমত জানাবো অভিবাদন
সব ভুলে আমার এ ঘরে।