অস্থিতিশীল (২৩১০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-১১-২০২৩ ইং
*********************
সংসারে গোন্ডগোল কে লাগালো?
এতদিন ছিলাম খুবই ভালো,
সিংহ মামার স্বার্থ-চক্ষুতে সংসারটা
এই সময়ে অস্তিতিশীল হলো।
মামায় নিলজ্জের মত এই সংসারে
নিজে নজরদারি করে চলছে,
তাইতো এই সময়ে অস্তিত্বহীনেরা
মামার সকল পরামর্শ মানছে।
মামার পক্ষপাতীত্বটা সকল জনের
নজরে একচোখা নীতির মত,
এই আচরণ সতীনের মত ক্ষনস্থায়ী
সংসারে বাড়ায় জ্বালা ক্ষত।
যার যার সংসারের ভালো মন্দের
হিসাব নিকাশ তার কাছে,
আফ্রিকার জংগলের সিংহ মামার
এ দেশে কি অধিকার আছে?