অর্কেস্ট্রা (২২৮৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-১০-২০২৩ ইং
==================
একটি মেয়ে আঁকতো ছবি
হৃদে নকশা করে,
কি যেন সে খুঁজে পায় না?
নিজের রাজ্য ঘরে।
হেথায় সেথায় হিজিবিজি
গোপন কিছু খোঁজে,
শুকনো গোলাপের পাপড়ি
বুক পকেটের ভাঁজে।
সেই শেষ বিকেলে অপবাহ্নে
এক আগুনমুখি ছেলে,
মনের রূপটা ভাসিয়ে দিলো
প্রেম দরিয়ার দেলে।
গোপন প্রেমের সাক্ষী হলো
খাল,নদী আর সাগর,
ক্যান্টিনে আর শপিং মলে
জমে প্রেমের পসার।
উপচিয়ে পরে সুখ আনন্দ
রোমান্টিক সব কথা,
তার স্বপ্নটা কি সত্যি হবে
অলীকের গল্প গাঁথা।
চলার পথে যদি বাধা আসে
আহত পাখির মতো,
ছেড়ে গেল সেই অর্কেস্ট্রা
এই জীবনের মতো।
অর্কেস্ট্রার ওই অন্য ভুবন
আছে অন্য কোন ঘর,
আজ ও দেখি সেই মেয়েটা
খুঁজছে পছন্দের ঘর।