ওরে মিথ্যুক (২৬৯৮তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-১১-২০২৪ ইং
====================
যার রক্তে মাংসে মিশে আছে
মিথ্যা বলার স্বভাব,
তিনি কখনো দিতে পারবে না
সত্য কথার জবাব।

কেহ সত্য বললে অন্তর তার
দাউ দাউ করে জ্বলে,
মিথ্যা উক্তি কানে আসিলেই
মন মোমের মত গলে।

মিথ্যার বলার কৌশল শিখালে
তাকে বন্ধুর মত ভাবে,
মিথ্যা প্রতিষ্ঠিত করতে বন্ধুর
সুপারিশ কিছুটা লাগে।

সতত মিথ্যার জয়গান উচ্চরবে
গাইলে শান্তির ছোয়া পায়,
খাঁটি কথা শুনবার সাথে সাথে
তেলে বেগুনে জ্বলে যায়।

আসল কথার ধারে কাছেও নেই
সত্যে কথা শুনতে পারে না,
মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে
তবুও মিথ্যা বলা ছাড়ে না।

মিথ্যুকেরা করে মানুষের সদা ক্ষতি
মিথ্যুকের চলার নেই গতি,
মিথ্যাবাদী নিজে প্রতিষ্ঠিত হতে চায়
যার কারণে মিথ্যায় নেই ভয়।