ওরে লোভীর দল (২৭২৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬ -১২-২০২৪
===================
দেশের স্বাধীনতা ক্ষুন্ন করে
যারা পরাধীনতায় ব্যস্ত,
তারা যে দেশের শুভাকাঙ্ক্ষী
নয়,পাকির দোসর মস্ত।

লুটের দলে গোলা ভরে আজ
পুন: সেজেছে রাজাকার,
হা হা কারে আজ দেশের সব
সাধ্যে নেই আজ বাজার।

মৌলবাদীর বিরুপ মনোভাবে
হারাবে প্রতিবেশী দেশ,
ক্ষুদ্র মাথায় বড় ভাবনার জন্য
মাতৃভূমি করলো শেষ।

দেশের লোকেরা ক্ষোভের জন্য
বলছে মৌলবাদী রাজাকার,
জাতপাত আর ধর্ম বিসর্জনেই
ক্ষতির কারণ বুঝে না আর।

নারীর চিৎকার শিশুর হাহাকার
বাড়িঘর পুড়ে ছাড়খার,
অমানুষের দল ধর্ম ভুলে গিয়ে
খাটির হচ্ছে না প্রতিকার।