ওরে বেয়াদব (২৪০৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৬-০২-২০২৪ ইং
***********************
বেয়াদবে আজ হানা দিবে
ছিলো না তা জানা,
বুঝাইলেও সে বুঝ মানে না
নিরক্ষর ষোলআনা।

নিজেকে অনেক চতুরভাবে
ওই জ্ঞানীর সমতুল্য,
নিজের সুরে কথা বলে যায়
শুনে না কে কি বলল।

ছোট বড়োকে সম্মান করে না
মুখে যা আসে বলে যায়,
তার দ্বারা কেহর উপকারের কি
কোন আশা করা যায়?

বেয়াদবের মুখের ভাষা কেমন?
ওই কর্কশ কাকের মত,
যার সাথে সে বেয়াদবি করছে
তার মনের যাবে না ক্ষত।