ওরা সুন্দর জীবন চেয়েছিল (২৫৫৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-০৭-২০২৪ ইং
===================
কয়েকটা বিশ্বস্ত শব্দকে বহ্নিতে পোড়ালাম-
ওরা অনলকে প্রতিবাদের বন্যা বানিয়ে দিল
কেন যেন কয়েকটা শব্দ কাগজের নৌকায়
সলিলের জলে আলত করে ভাসিয়ে দিলাম
ওরা মুহুর্তে নদীতে বাঁধভাঙ্গা স্রোত আনল।
কয়েকটা শব্দগুচ্ছকে আকাশ ছুঁড়ে দিলাম
ওরা কেন যেন গর্জে উঠল বজ্রপাতের রূপে।
কয়েকটা মধুময় শব্দ কাগজে লাল কালিতে
লিখার চেষ্টা করে কেন যেন থমকে গেলাম
কারণ ওরা বিরহের কবিতা হতেও চায় নি,
চায় নি প্রেমের কতিতা চায়নি গল্পমালা হতে-
ওদের মনে প্রতিবাদী সুর বইয়ের পাতায় শুয়ে
শুয়ে কিছুতেই বিক্রি হতে ইচ্ছে নেই,কারণ
ওরা একটা সুন্দর জীবন চেয়েছিলো,আমার
শত চেষ্টায় ওদের সুন্দর জীবন দিতে পারি নি।