অপেক্ষার ষোলকলা (২৫০৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০৫-২০২৪ ইং
===============>>
জীবন ভীষন হাসফাঁস প্রাণ নাভিশ্বাস
কখন যে বন্ধ হবে আমার শ্বাস-প্রশ্বাস,
সেই যে গেলো কেঁদে আঁচল ভিজিয়ে
আর আসবেনা সেখান থেকে ফিরিয়ে।
অশান্তির আগুন জ্বলে প্রচন্ড তপ্ততায়
রাত হলে ঘুম আসে না উষ্ণ বিছানায়।
তুমি যে দিব্যি আছো আকাশে ভাসো
জ্যোছনা রাতের তাঁরায় মিটিমিটি হাসো।
নিরাকারে থেকে থেকে দাও না যে ধরা
ধরার বুকে প্রাণ ওষ্ঠাগত বিচিত্র এ খরা।
তুমি আছো মধ্যকাশে জলদ রূপে মিশে
হঠাৎ ঝরের বেগে বৃষ্টি রূপে দাও পিষে।
অপেক্ষার পালা শেষ হয় না কাটেনা ক্ষণ
শুষ্ক মরুর আধিবাসী হতে  করেছো পণ।
ঘরে জ্বলে বাইরে জ্বলে বৈশাখের আগুনে
বৈশাখের ধরাটা জ্বলে ওই তাপদাহ দ্বিগুণে।
নিভাও জ্বালা নিভাও তপ্ত কঠিন রুদ্র মূর্তি
অঝোর ধারায় বর্ষিয়ে দাও সবাই পাই স্বস্তি।