অপেক্ষার চব্বিশ বছর (২৪১০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-০২-২০২৪ ইং তাং
====================
কথার অমিলে বিচ্ছিন্ন হয়েছি
ওই সামান্য কথায় রেগে,
দুটি বেঁধেছো আবেগ তাড়িতে
কঠিন বাঁধন থেকে বেগে।

সংসার বেঁধেছো বধু সেজেছো
সেই অনুভুতির হৃদয় খুলে,
আবেগ হারিয়ে কোথায় লুকালে
তুমি আমার স্মৃতিটা ভুলে?

মনে  পরে  অনাকাঙ্ক্ষিত মুহুর্ত
ভেবে বিস্ময় হয়ে ভাবছি,
কত আদর সোহাগ ভালোবাসা?
ওই প্রেমের আদরে মাখছি!

বহু দিন ধরে ওই পূর্ণচন্দ্র নিশিতে
আনন্দে মেতেছি দূর্বাঘাসে,
স্মৃতির পাতাগুলো  যতবার উল্টাই
দেখি শিশির চাঁদিমা হাসে।

আজ স্মৃতির পালা চব্বিশে ছুঁই ছুঁই
স্মরণ করে দেয় মাঘের চাঁদ,
তুমি স্বার্থের কারণে সভ্রম দিয়েছো
পেতেছিলে প্রেমের সু-ফাঁদ।