অন্তরালের স্বচ্ছকাঁচে (২৭০১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-১২-২০২৪ ইং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আদেশ দিলো ক্ষোভে পরে
ওই শত্রু নিধন শুরু,
ভয়ে ভয়ে সবাই কম্পমান
শত্রুর মনটা ধুরু ধুরু।
কখন আবার ডাক পরবে
ওই শ্বশুরের বাড়ি হতে,
জামাই বাবুর মান -সম্মান
তখন হবে কেল্লাফতে।
বড় বাবু মেজ বাবু ছোট
বাবু একেক করে যাছে,
বউয়ের শত্রুরা যা আছে
মনের খুশীতে মাতছে।
শ্বশুর বাড়ি মিষ্টির হাড়ির
নেওয়ার ব্যবস্থা নেই,
থালাবাটি কম্বল বালিশের
ব্যবস্থা আগের মত সেই।