অন্যের সুখে (২৭৩৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-০১-২০২৫ ইং তাং
°°°°°°°°°°°°°°°°°°°°°
সাগর-নদী করে নাকো
নিজের জল পান,
সৃষ্টি জীবের কল্যানে জল
সদা করে জল দান।

বাঁতিটা জ্বলে জ্বলে সতত
নিজেই হয় সে নষ্ট,
অন্যের জন্য আলো দেয়া
বাঁতির লক্ষ্য অভিষ্ট।

সূর্য নক্ষত্র তারকা রাশিরা
আলো তাপ সদা দানে,
এই ধরাতে আলো বিলিয়ে
জীব বাঁচে জানে মানে।

আলোর মাঝে মেঘের ভেলা
বিলায় ছায়া পানি,
সুজলা সুফলা সবুজের মাঠ
আলোকিত করে জানি।

সূর্যের আলো বৃষ্টির পানিতে
স্বস্তির নি:শ্বাসে প্রাণ,
বিনিময়ে যত দানকারী আছে
চায় না কোন প্রতিদান।

ফুল ফল গাছের বৃক্ষরাজি
খায় না পাতা ফুলফল,
অন্যের জন্য বিলিয়ে দিয়ে
বাড়ায় গায়ে শক্তিবল।

প্রকৃতির থেকে শিক্ষা নিয়ে
লালন করবো বুকে,
পরের তরে সব বিলিয়েই
থাকবো মহা সুখে।