অংকটা মিলছে না (২২৭৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-১০-২০২৩ ইং
***********************
স্যাঙ্কসন দিলে, স্যাঙ্কসন দিবো
দিবে ঘাতের প্রতিঘাত,
যোগ বিয়োগের অংক না মিললে
হবে বাংলায় প্রতিবাদ।
স্যাঙ্কসন দিবে দেশের জনগন
উন্নায়নের বিল্পব দেখে,
ভিসানিতীর ওই যোগ বিয়োগটা
উত্তর দিবে মাথায় রেখে।
ইটটি মারলে পাটকেল খেতে হয়
প্রবাদ শুনছি যুগ যুগ ধরে,
এমন সহজ সরল সুত্র সমীকরণ
সহজে মিলবে কেমন করে।
ওরা বাক্যেলাপে জিততে পারলে
কত যে শান্তি পায় মনে?
স্যাঙ্কসন দেয়ার কথা শুনিলে
লাফায় আকাশের পানে।
ওরা নদী থেকে নাকি গদি তুলছে
বহু চেষ্টা তদবিরের দ্বারা,
চেয়ার পাইলে নাকি প্রতিশোধ নিবে
অনেককে করবে দেশছাড়া।
বিভিন্নসুত্রে পাটি গনিত করিলাম
কেন যে অংকটা মিলছে না?
বীজ গনিতের প্রয়োগ করিয়াও
সঠিক প্রমান পাওয়া যায় না।