অন্ধের মাতব্বরি (২৬৭৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৬-১১-২০২৪ ইং
===================
অন্ধের দেশে ঘুমিয়ে গেছে
রাত জাগা সব মানুষ,
সময় হলেই জাগ্রত হইবে
দিক হারা সব মানুষ।
অন্ধের মাতব্বরি দেখলে
হিংসা জাগতে পারে,
ধৈর্যের সহিত সময় কাটুক
পরামর্শ দিলাম তারে।
অন্তরের চোখ খোলা রেখো
যেন কু-নজর না লাগে,
কালি লাগাও উভয় অক্ষিতে
যেন লজ্জা শরম জাগে।
একদিন লজ্জিতা ফুসে উঠবে
মাঘের প্রচন্ড শীত গেলে,
মাতুব্বর সব লেপখাতা মুড়ে
যাইবে মাতুব্বরী ফেলে।
অন্ধের দেশের এই সমাজের
মানুষ হিংসায় ভরপুর,
গানের মঞ্চের অনুষ্ঠান নেই
নাচে পায়ে দিয়ে নুপুর।
অন্ধেরা সবাই হাতি দেখিয়া
হইবে প্রসংশায় পঞ্চমুখ,
নির্যাতিতার অন্তরে জাগিবে
সেদিন হারানো সব সুখ।