অমর একুশ (২৭৮৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০২-২০২৫
********************
নতুন বছর অমর একুশ
ধারে ফিরে আসে,
বীর বাঙালি ভাষা শহীদ
মুচকি মুচকি হাসে।
আগুন ঝরা আটই ফাগুন
শহীদ হলেন যারা,
ইতিহাসের পাতায় আজও
অমর আছেন তারা।
তাজা রক্তে কিনলো তারা
বাংলা মায়ের ভাষা,
মায়ের ভাষায় কথা বলেই
পুরাই মনের আশা।
অমর একুশ দেশ স্বাধীনের
প্রথম বিজয় পদক্ষেপ,
ভাষা শহীদের উত্তরসুরীদের
স্বজন হারা আক্ষেপ।
অমর একুশ থেকে শিখনীয়
স্বাধীন ভাবেই চলা,
বাঙালি প্রতিবাদে ভয় করেনা
মায়ের ভাষায় বলা।
একুশ তারিখের সকাল বেলা
সবাই ভাষার গান গাই,
বীর শহীদের স্মরণ করতেই
ওই শহীদ মিনারে যাই।