অমানবিকতা (২৬৩৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)  
০২-১০-২০২৪ ইং
==================
তুমি যদি কাউকে বেশী ভাল পাও
সে তোমায় ক্ষতি করবে,
সুযোগ পেলে সময় অসময়ে সে
অমানবিক ভাষা ছাড়বে।
যার জন্য তুমি এত কষ্টে  কাঁদো
সে তাহা মেনে নেয় না,
সময় সুযোগ পেলে সেজন কিন্তু
বাঁশ টুনি ছাড়া দেয় না।
ইজ্জত দেয়ার  মালিক ওই  প্রভু
কেড়ে নেওয়ার মালিক তিনি,
কেহর উপকার করলে ক্ষতি করবে
সে কথা সবাই কিন্তু মানি।
বন্ধু সেজে ঘরে ঢুকে পরে কেউ
সব কিছু লুফিয়ে নেয়ে,
কানে কানে কথা বলার মাধ্যমে
স্বার্থ সম্মান কেড়ে নেয়।