ওগো বিবি (২৫৬৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০৭-২০২৪
====================
ভাবছি যেদিন তুমি বুড়ি হবে
তোমার ধরবে চুলে পাক,
আজকের মত সাজতে পারবে
মনে সেই ইচ্ছেটুকু জাগ।
যেদিন বয়সের ভারে নুয়ে পরবে
কে করবে আয়ায় সেবা?
আজকের মত সেদিন কে দিবে গো
আদর সোহাগ ঠিক যেবা।
যেদিন আবেগ অনুভুতি দূর্বল হবে
মনের স্বাদটা থেমে যাবে,
সেদিন কি তুমি আজকের মতই?
আমায় মন ভরিয়ে দিবে।
ইচ্ছে গুলোর তো কোন বয়স নেই,
ওরা সবাই হয়না বুড়োবুড়ি,
আমার মনের মাঝে জেগে থাকুক
নানা রঙের ফুলের কুঁড়ি।
আসলে যেদিন তুমি বুড়ি হবে
আমি কি যুয়ান থাকবো?
আজকের মত সেদিন তোমায়
আমার চোখে দেখবো।