ওদের জ্ঞান দাও! (২৬১১ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০৪-০৯-২০২৪ ইং তাং
===================
শিক্ষক নাকি জ্ঞানের মশাল
বিলায় জ্ঞানের আলো,
সেই শিক্ষক আজ এই সমাজে
নেই কেন যে ভালো।
পথে ঘাটে অপমান ও লাঞ্চিত
লাঞ্চিত শ্রেনী কক্ষে,
সেই শিক্ষক আবার মার খাচ্ছে
নিজ কক্ষেও নেই রক্ষে।
কিল ঘুষিতে লাঞ্চিত অপমানিত
জোরপূর্বক করাচ্ছে পদত্যাগ,
স্বাধীন দেশে সেই শিক্ষক কেন?
মেধার নজরে হয় বরবাদ।
সকল শিক্ষার্থীরা কোন কারণে
কি কষ্টে করছে অপমান?
শিক্ষকের অপমান মানা যায় না
দেয় অন্ধেরে আলো দান।
জ্ঞান বিতরনে ভুলে আছে তাই
ওরা রয়ে গেছে আজ অন্ধ,
কাহারো হয়তো কান কথা শুনে
শিক্ষালয়ে বাঁধাচ্ছে মহাদন্ধ।