অবদান (২৭২৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-১২-২০২৪ ইং তাং
===================
হারামির অবদানে শ্রেষ্ঠ বাবু
মহিলারা তার উপদান,
বাংলাদেশ সহ অধিক রাষ্ট্রে
করেন হারামির প্রচলন।

সুকৌশলে ডুকালেন বাবুরা
মহিলাদের সংযুক্ত করে,
ঐক্য মৈক্য শৃঙ্খলার মাধ্যমে
হারামির প্রবেশ অন্তরে।

চলতে আছে হারামির লালসা
নারীরা ভুলতে নাহি পারে,
এই লালসার সকল কার্যক্রম
ডুকলেন পুরুষের ই নাড়ে।

তাইতো পুরুষ এই হারামকে
আরাম করে মেনে নেয়,
যার কারনে ভুক্তভোগী নরেও
আল্লাহকে করে না ভয়।

আল্লাহর বিধান লংঘন করে
ব্যবসায় মেতে চলছে,
এই অবদান বড় বাবুর জন্য
দেশবাসী সবাই বলছে।