অবাক দৃষ্টিতে (২৫৯৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-০৮-২০২৪ ইং
================
অবাক হয়ে দেখছি সবই
বলার ভাষা নাই,
যা দেখছি সব বলবো কাকে
কোথায় খুঁজে পাই?
চোখের কোনায় জল টলমল
মুছি বারে বারে!
শত বাঁধায়,বাধ মানে না
শুধুই কান্না করে।
ওদের সাহস দেখে থমকে যাই
কোন বলে বলিয়ান?
কিশের নেশায় এমন করছো
হিংসার আগুনে অপমান।
বিবেকে তোদের বাঁধা দেয় নি
মন সীমারের মত শক্ত,
কিসের গুনের অধিকারী হয়ে
হইলি কাহার এমন ভক্ত।
মন থেকে কিছু বলতে পারি না
শুধু বিবেকে নাড়া দেয়,
আজ সত্য কথা বলতে পারি না
বড় বৈষম্যর ফাঁদে তাই।