ও মা মাগো (২৫৮৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০৮-২০২৪ ইং
=============
তোমার মত এই ধরাতে হয় না কেহ আপন
তোমার মত এই ধরাতে কেউ করে না যতন,
তাই মাগো আজ তোমাকে খুবই প্রয়োজন।

সব যে ভুলে স্নেহারুপে আপন করেই নেও,
হাজারো কষ্ট জ্বালা মনের কালা বুকে নিয়ে
কতশত দু:খ বেধে মাগো মোদের ভাল চাও।

এউ সুন্দর ভুবন তুচ্ছ করে সন্তান পেলে কষ্ট
কষ্ট লাগবে দু:খের সাগর সলিল পাড়ি দিয়ে
হাজারো বিপদ দেখে,লাগবের তরে অতিষ্ঠ।

নিজের দু:খে হাসো মা সন্তানের দু:খে কাঁদো
তোমার সন্তান আদরে সোহাগে কাছে পেলে
সন্তানের জন্য রাত জাগো মন শক্ত করে বাঁধো।

সন্তান তোমার জগত সেরা এটাই কর প্রমান
সামান্য কষ্টের মুখ দেখিলে বিলিয়ে দাও জান,
তোমার তুলনা হয়না যেন এটাই যে দয়ার বান।