নতুন চৌকিদার (২৩৪১ তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
০২-১২-২০২৩ ইং
========================
নইট্টার পো তোর এত যে ভাব
অহংকারে ভরা মন,
ক্ষমতা পাইয়া যার তার সাথে
ভাব দেখাও সারাক্ষণ।

এমন ভাব-সাব দেখাও সতত
না চেনার করো ভান,
এক দুই ডাকে সাড়া না দিয়ে
ঘুমের ভানে নাকে টান।

মুড নিয়ে সে কথা বলে যায়
ধরে কত নানান ভান?
মাঝে মাঝে লোক এড়িয়ে
সিগারেটে  মারে টান।

বাপে অ্যালহে নাকি বুদ্ধিমান
কুশিক্ষা সব বেচতো,
মাঝে মাঝে লোক সমাজে
যম্মের নাচা নাচতো।

মোবাইলে কেউ ফোন করিলে
কে,চিনি না মুই বল?
মাঝে মাঝে ভাব দেখায় সে
নায়ক সিনেমার খল।