নষ্টের মূল্য -১ (২৬৬০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-১০-২০২৪ ইং
=========_========
দুধ নষ্ট হলে দই হয়ে যায়
দই নষ্টতে হয় পনির,
এই কথাটি বলেছিলো যে
দুধ বিক্রেতা মনির।
দুধের চেয়ে দইয়ের দাম যে
কিছুটা হলেও বেশী,
দই নষ্টতে পনির হয় যদি যে
এর মূল্য রাশি রাশি।
আঙ্গুরের রস টক হলে তাহা
ওয়াইনে পরিনত হয়,
আঙ্গুরের মূল্য হাট বাজারে
উহার চেয়ে কম রয়।
তুমি খারাপ বলে ভুল করেই
ভালো কিছু জানলে,
ভালোর অভিজ্ঞতার মাধ্যমে
ভালো মন্দ  মানলে।
ক্রিস্টোফার কলম্বাস যেখানে
ভুল নেভিগেশন করে,
আমেরিকা আবিষ্কারের দ্বারা
নিজেকে যোগ্য ধরে।
নষ্ট ও ভুলে আবিস্কারের দ্বারা
পেনিসিলিন হয় খাঁটি,
যার দ্বারা আজ আলেকজান্ডার
বিশ্বে বসায় তার ঘাঁটি।