নষ্টের মূল্য -২ (২৬৬২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-১০-২০২৪ ইং
==================
মাথা নষ্ট কাজে লাগালেও
বিপরীত মত দেয়,
আসল কথা মুখে না বলে
শুধু ফিডব্যাক নেয়।
টমাস আলফা এডিসনকে
জিজ্ঞেস করা হয়,
জীবন যে তার ভুলেই ভরা
সঠিকতা  নিশ্চয়।
টমাস বলেন কত ভুল করেছি
হিসেবের নেই শেষ,
এই ভুলের কারণে বুদ্ধি বেড়েছে
তাই আমার জ্ঞান বেশ।
এডিসনের যত ভুল তত নতুনত্ব
তার নতুন আবিষ্কার,
নষ্ট আবিষ্কারে পেয়ে গেলেন সে
কত যে নতুন পুরুস্কার।
লেখক রবিন শর্মার একটাই কথা
ভুল,নষ্ট বলে কিছু নেই,
যত নষ্ট তত সফল ভুলের দ্বারাই
আমি নতুন কিছু পেই।
চুপ্পুর ভুলে মেধাবিরা উঠে ফুলে
ভাবলে পাবে না কষ্ট,
কৌশল ও মেধার পরিচয় দিয়ে
তখন শান্ত করেন রাষ্ট্র।

বিদ্র:- বিদ্যুৎ নেই ওয়াই ফাই নেই তাই মন্তব্য আসতে পারি না,অন্যের মোবাইল দিয়ে কবিতা কবিতা পোস্ট দিলাম।