নারী মুক্তির কঠিন ঝাণ্ডা নিয়ে-
চলছে অবলিলায় নোংরা খেলা,
ভেবে দেখেছো নারী মায়ের জাতি
সে যে নয় রে পানের ঢালা।
পানের সাথে চুন লাগালেই-
দ্বিগুন স্বাদ যে বাড়ে,
পানের সাথে কেরাসিণ দিলে
সবাই অপছন্দ করে।
লেখাপড়া কিম্ভা চাকরির জন্য-
ঘরের বাহিরে যাচ্ছে নারী,
ওত পাতিয়া নরপশুরা কিন্তু
সভ্রম ও ইজ্জত নিচ্ছে কাড়ি।
আত্মীয় স্বজন সবাই নিশ্চুপ -
নেতার চক্কর দেখে,
বিচারকেরা সবাই ছদ্দবেশী
মূলা ঝুলিয়ে রেখে।
আমার মা বোনেরা ধর্ষিতা যখন-
তখন নেতা কানে দিচ্ছে তুলা,
মান ইজ্জত সব নিক্ষেপ কর
ওই জ্বলন্ত চুলায়।
মহা উদ্দ্যামে চলছে আজি-
নষ্টা বাড়ীতে সব মরদামী,
একই পিয়ালায় পিতা-পুত্র
খায় পিপাসার পানি।
নষ্টার নীরে কাস্টমার সেজে-
যখন তুমি যাও,
মনের তৃপ্তি মিটিয়ে দিয়ে
খাতায় নাম লিখাও।
নষ্টার মাঝে আর তোমার মাঝে-
বল পার্থাক্যে কোথায়?
রিপুর তাড়ণায় বিলিয়ে দিয়েছো
দেখিয়েছো নকল চেহারায়।
বুঝতে কেহর বাকী নেইরে-
তুমি যে নষ্টা পুরুষ,
রিপুর তাড়নায় বিকিয়ে দিয়েছো
আসল মানের হুশ।