নপুংসক (২৭৬৭তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-০২-২০২৫ ইং তাং
==================
ক্ষমতা দিয়ে ক্ষমতা দমন
আইনের দন্ড লণ্ডভণ্ড,
দেশটা এখন কাদের হাতে
জানলে হইত না মন্দ।

সেদিনের ওই মধুর ভাষন
অন্তরে শাসন শোষণ,
পুরুষ নামের কলঙ্করে তুই
মন্তরে হিজরা ভুষণ।

তোর মুখে মধু অন্তরে বিষ
কাজে নেই রে মিল,
বাঘ হয়ে তুই বিড়াল দেখেই
ভয়ে কাঁপছে দিল।

লোহা দিয়ে লোহা কাটছে
ক্ষমতার বুলডোজারে,
অলৌকিক শক্তি যারে ধরে
তারে কি আর ছাড়ে?

নিরাপত্তার চোখ অন্ধ হচ্ছে
সিংহের বাচ্চা বিড়াল,
ক্ষমতা যদি লোপ পেয়ে যায়
সাহসের মাথায় কুড়াল।

বলছে যাহা তার বেশী যে
অনেক করে ফেলছে,
নপুংসক হয়ে ঘুমিয়ে গেছে
দেশবাসী আজ বলছে।