নোংরা রাজনীতি (২৫১৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-০৫-২০২৪ ইং
======================
বড়দার নোংরা রাজনীতির কবলে
সুষ্ঠু রাজনীতির ধারা ধ্বংস,
এই ভাইরাস নীতি অব্যাহত থাকলে
ধ্বংস আদর্শের নীতি বংশ।

দাদো সুকৌশলে পানি ঘোলা করেছে
তাই তৃণমূল ছত্রভঙ্গ যাতাকলে,
খাঁটি আদর্শ,তৃতীয় শক্তির মাথাচাড়ায়
মহাশক্তির বংশ ধ্বংস তিলেতিলে।

আজ ভালোরা ফেঁসেছে,পেষণে তৃণমূল
স্বার্থের নোংরা ভাইরাসে পিষে,
আজ একতাই বল সমুলে ধ্বংস নির্বাসন
বিধ্বংসী ভাইরাসের শক্তি মিশে।

দাদো,দাদোরা কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করুন
করুন স্বার্থের পেষণ যন্ত্রের পেষা,
ওই তো ওরা হাসছে,কেউবা কষ্টে কাঁদছে
হচ্ছে আদর্শের রাজনীতি ধ্বংসের নেশা।

আপনি কাকে কাঁদালেন,কাদের কাঁদালেন?
মিয়া,আপনারা ভেবে দেখেছেন কিনা,
ফাঁকে শত্রুরা কিন্তু মাঠের ফায়দা লুটেছেন
তাই একদিন শিষ্যরা বলবেন জি,না।