নগ্ন সমাজ (২৩৮৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-০১-২০২৪ ইং
===================
সমসজটা গেলো রসাতলে
ক্রিমিনালের কর্মফলে,
জ্বালায় কাঁদছে মানুষ সুরে
নামলে যেন বিশৃঙ্খলা
এখন  সমাজ হচ্ছে মাতাল
দেখুন শান্তি গেল দূরে।

সৎ চরিত্রের মুখোশ পরে
মন কাড়ে মধুর স্বরে,
পেট নীতির খোলা মাঠে
ছিঁড়ে খাচ্ছে রক্তমাংস
চুষছে রক্ত কৌশল বেসে
যে যার ইচ্ছে মত হাটে।

স্বাধীনতা নেই সমাজ দেশে
মুখোশ পড়ে হায়না বেশে,
অসুরের মত হুংকার তুলে
সমাজে রক্তে রক্তে হানাহানি
গোপন কথা জানাজানি,
ওরা ফুঁসছেন ফনা তুলে।

আশায় নেশায় যাচ্ছে বেলা
হচ্ছে যত নাসের খেলা,
এ খেলার শেষ হবে তা কবে?
আজব সমাজে গুজব কর্ম
মানছে না কেউ সত্যধর্ম
চিরদিন এমন কি ভাই রবে?

রচনা:- নিজ বাসায়
১০-০১-২০২৩ ইং