নদীর জল (২৪৫২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০৩-২০২৪ ইং
===============
আমি দারুন ভয় পাইগো
গোসলে ঐ নদীর জল,
ডুব দিয়ে অনুভব করি
সে স্পর্শকাতর শীতল।
মুক্ত হৃদয়ে কিছু পেতে
আশায় খুঁজে জয়মাল্য
ধর্মের আরাধনা করেও
মিলেনি কভু তার মূল্য।
প্রভু তোমার সান্নিধ্যেই
বারংবার মাথা মন টুটে
অসংখ্য পাপরাশি নিয়ে
তুমি মাফ করিবে বটে।
আমি তোমার সান্নিধ্যে
আশার নতুন স্বপ্ন বুনি,
অপরাধ ক্ষমা করেবেই
এমন স্বপ্নের বানী শুনি।
তুমি কায়ায় মায়া হয়ে
ধরাধামে আস বার বার,
তোমায় ছাড়া উপয় নেই
যে অধম পাপি বান্দার।
তোমার আদর্শের জলে
নিভাতে পারিনি জ্বালা,
অনুভব করি ঐ নদীটি
দোজক অঙ্গারে কালা।
তবু সেখানে আসি ছুটে
একক বিশ্বাসে লুটে,
সভ্যতার অলীক স্বপ্ন
ঐআকাশের দিকে টুটে।