নববর্ষের আমেজ (২৩ ৭২ তম)
এম,এ,সালাম (সুর ছন্দের কবি)
০১-০১-২৯২৪ ইং
=============
মিছিলে মিছিলে সমাপ্তি টানছে
বাংলায় ইংরেজি নববর্ষ,
মিছিলে মিছিলে শুরুটা করছে
ইংরেজি নববর্ষের হর্ষ।
নির্বাচনের দখিনা হাওয়া বইছে
বাংলার আকাশ জুড়ে,
কাহার কপাল রাজটিকা পরে
কাহার কপাল যায় পুড়ে।
কুয়াশায় ভিতরে ভাসছে নৌকা
ঈগল ঊড়ছে আকাশে,
ফেরিঘাটে নাকি আটকে গেছে
কুয়াশায় ঢাকা ট্রাকসে।
মিছিল স্লোগানে রাজপথ কাপে
কাঁপেনা ভোটারের মন,
সকল প্রার্থী ভোটারের ধরনায়
করে হাতে পায়ে দরাশন।
নববর্ষের আনন্দ উপভোগ ভুলে
নির্বাচনের আনন্দে মত্ত,
এই দিবসে সবাই অঙ্গীকারবদ্ধ
হয়ে বলি আসল সত্য।