নীতিকথা (২৩২৯ তম) রম্য কবিতা
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-১১-২০২৩ ইং
=======================
দাদো যৌবন কালে কি করেছো?
একটু ভেবে চিন্তে দেখো,
দাদো,বৃদ্ধকালেও লেজ নাড়াইছো
এখন নীতি বয়ান রেখো।
দাদো,প্রতিদিনের রুটিনে থাকিতো
মানুষের হক নষ্টের শয়তানি,
তোমার সাথে কেহর বিরুপ ভাষনে
রাতে কত ক্ষতি করতে জানি?
গরুতে কেহর ক্ষতি করলে বলতে
সৃষ্টি কর্তার হাজারো নীতিকথা,
আল্লাহর মাখলুকাত তাহার রিজিক
খাইছে,তাতে মনে পাও কেন ব্যথা।
দাদো কত সুখের নীড়ে অনল দিয়ে?
গ্রাম তাড়িয়ে করেছো তার ক্ষতি,
এখন তাহারা কোথায় আছে কি করে
ভেবে দেখছো কি তোমার গতি?
এখন কথায় কথায় আল্লাহর নামের
সকল হুকুমের প্রসংশা করো,
এখন আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে
মরার আগে এমন নীতি ছাড়ো?
সারা জীবন মসজিদ মন্দিতে দাদো
মাথা লুটিয়ে কপাল করো কালো,
এই নামাজ আর এই রোজা দাদোগো
তোমার কি কাজে আসবে বলো?
এখন মরার ভয় ডুকছে মনে তাইতো
ন্যাব,নীতি বাক্যের বয়ান ছাড়ছো,
এমন দিন তো তোমার গেছে যেদিন
গরুর খুটা আউড়া ভাবে ঘাড়ছো।