নির্মম নিয়মের পরিহাস (২৭৮০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০২-২০২৫
====================
হায়রে কোথায় মোদের মনুষ্যত্ব
কোথায় বিবেকের ধার?
সামান্যতম স্বার্থের লাগিয়া কর
বিবেক নির্বাসন মানবতার।
সময়ে অসময়ে বিবেক বিকাও
ওই সিন্ডিকেটের যাতাকলে,
শাসন শোষনে নিষ্পেষিত স্বার্থ
দ্রব্যের দাম উচ্চস্থানে তুলে।
তেল, চিনি,আর পিঁয়াজ রোশন
সেই আগের নিয়মেই চলছে,
সবার দাম যে রাতারাতি বাড়ছে
অভ্যুত্থানেও না প্রভাব পরছে।
চাহিদা যে সেই আগের ই মতন
আয় উৎপাদন বাড়ছে না,
সিন্ডিকেটের নির্যাতন সহ্য করে
ভোগ্যপণ্য চাহিদা মিটছে না।
দু:স্থ্য গরীব কিংবা মধ্যবিত্ত যারা
তাদের কষ্ট দুর্ভোগ চলছে অবিরত,
বুকের ব্যথা মুখে বলছে না
তাই হৃদয়ের মাঝারে ক্ষত বিক্ষত।
এমন একটা দেশে বসবাস করছি
দেশটা সিন্ডিকেটের কষাঘাতে,
সেখান থেকে কি মুক্তি পাইবে না
ওই নির্মম নিয়মের আঘাতে।