নির্বিকার -২ (২৫২২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-০৫-২০২৪ ইং
======================
গোপনে আবল তাবল বলে যায়
দাদার কথায় মাথা হ্যাং,
সুযোগ পেলে সাধারণ জনগন
তাকে মারবে কষে ল্যাং।
  
একদিন ওই কংস মামার ধ্বংস                      
নিশ্চিত ভেবে দেখে নিন,
সেদিন জনগণের কাছে নেতারা
হবে চিরদিনের জন্য ঋণ।
                    
মান সম্মান ইজ্জত  সব হারিয়ে
ইয়ারকি উস্কানি দেয় জোর,
তাতেও কেহ ভীতু হতে চায়না
ওরে সকলেই বলছে চোর।
          
ওই বড় মিয়ারা কেন নির্বিকার?
একটু ভেবে দেখার বিষয়,
সে ঘাপটি মেরে লুকিয়ে থাকছে
ওই প্রতিহিংসার নেশায়।

সভা সমাবেশ আর পথ সভায়
না থাকার মত দেখছি,
বড় মিয়াদের অবস্থান কেমন?
নিক্তির পাল্লায় মাপছি।

ছেলেটা কিন্তু বড় ভালো মানুষ
বড় মিয়ায় রোষে পরছে,
সময় কালো সবাই দূরে রইছে
সেই কারনে ছেলে হারছে।