নির্বিকার -১ (২৫১৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-০৫-২০২৪ ইং
===================            
বড় মিয়ারা কেন নির্বিকার?
ভেবে দেখার বিষয়,
ঘাপটি মেরে লুকিয়ে থাকছে
প্রতিহিংসার নেশায়।

সভা সমাবেশ আর পথ সভায়
না থাকার মত দেখছি,
বড় মিয়াদের অবস্থান কেমন?
নিক্তির পাল্লায় মাপছি।

ছেলেটা কিন্তু বড় ভালো মানুষ
বড় মিয়ায় পাইন মারছে,
সময় কালো সবাই দূরে রইছে
সেই কারনে ছেলে হারছে।

স্বার্থের টানে স্বেচ্ছাচারিতায়
লেলিয়ে দেয় পিছে লোক,
আচরণে এলাকাবাসি সন্তেষ্ঠ
শুধু বড় মিয়ার প্রতি ক্ষোভ।

বড় মিয়ার রোষানলে অনেকে
ছেলেটা পড়ছে বারংবার,
বেইজ্জাতি আর অপমান থেকে
কেটে উঠতে পারবে আর!