নিরানন্দ মন (২৬৪৭তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-১০-২০২৪ ইং
=================
মনটা আমার ভালো নেই
ব্যাথায় ভরা বুক
কোথায় গেলে পাবো বলো
আগের মত সুখ?

মুখে ব্যাথা অন্তর জ্বলছে
বলার ভাষা নাই,
যার কাছে যাই বলিবারে
ঔষধ নাহি পাই।

সত্যের মায় মরছে নাকি
মিথ্যায় ছড়াছড়ি,
ওই সত্যকে মিথা বানাতে
করছে ধরাধরি।

ভালো কিছু বলতে গেলে
বিবেক বাঁধা দেয়,
স্বাধীন ভাবে বললে কিছু
ভাষা কেড়ে নেয়।

মন ধুকে ধুকে নিরানন্দে
কাটছে নিশীরাত,
কার কাছেতে পাবো বল
সুখের সংবাদ।

দু:খের সাগরে ডুবে মরছি
নাকের পরে পানি,
মনের জন্য ভালো ডাক্তার
কোথায় পাব জানি?