নিন্দুকেরা নিন্দা করবে (২৭৪২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-০১-২০২৫ ইং তাং
=========================
নিন্দুকেরা নিন্দার তরে সদা পাশে রয়
এ ধরনের নিন্দুকেরা ভালো মানুষ নয়।
নিন্দা করে মনে মনে পায় যে ওরা সুখ
ভালো কথা বের হয় না কভু ওদের মুখ।
সাধুর বেশে নিন্দা করে ছায়ার মত হয়ে
বাটপারি সকল কাজে নিন্দা আনে বয়ে।
ভালো মানুষ সেজে ওদের সদা কাটে দিন
ভুল পরিক্রমায় জীবনে বাজে দু:খের বিন।
নিন্দার তরে লেগে থাকে পিছে ওরা রোজ
পরের নিন্দায় শান্তি পায় হয়না খাঁটি ভোজ।
নিন্দা করা পাপের কাজ সকলে ঘৃণা করে
মুখোমুখি বলে না কিছু পিছনে ঝাটা মারে।
সমাজেতে বসবাস করে খোঁজে সবার ভুল
স্বভাব ওদের নিন্দনীয় হয় না তারই তুল।
জেনে শুনেই নিন্দা করে, করছে মহাপাপ
পরকালে শান্তি নেই ওরা পাবে না মাফ।
নিন্দা ছাড়ো নিন্দুকেরা সঠিক করো মন
ভালো পথে চলতে সদা করো খাঁটি পণ।
হাছামিছে পরের নিন্দায় সদা লেগে রও
ভুল মেনে তওবা করে খাঁটি মানুষ হও।