নীল রঙের মনোকাশ (২৩৪৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
,০৪-১২-২০২৩ ইং
==================
স্বতান্ত্রের সুরে ছেয়ে যাচ্ছে
বাংলার আকাশ বাতাস,
আসল প্রার্থীর হৃদ মাঝারে
বেড়ে চলছে হায় হুতাশ।
এমন হুতাস সারানোর পথ
যদি পারেন কেহ বলতে,
তাকে তারা সালাম জানাবে
তার সু-পরামর্শ মানতে।
চাঙ্গা হচ্ছে নির্বাচনের মাঠ
ওই স্বতান্ত্র প্রার্থীর সুরে,
জনগনের মনের সব ভিউ
হয়তো সময়মত ঘুরে।
ভোটার উপস্থিতি বেড়ে যাবে
স্বতান্ত্র প্রার্থীর কৌশলে,
গ্রহনযোগ্য নির্বাচন পরিচালনা
নিরেপক্ষ রেফারির বলে।